Homeপ্রবাসের খবরবিজয় দিবস উদযাপনে আবুধাবি দূতাবাসে মতবিনিময় সভা

বিজয় দিবস উদযাপনে আবুধাবি দূতাবাসে মতবিনিময় সভা

[ad_1]

সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ মীযানুর রহমান।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী ১৮ ডিসেম্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় প্রবাসী দিবস একত্রে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া মতবিনিময় সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতারা ও প্রবাসীদের পরামর্শে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) মো. আব্দুল আওয়াল, মিনিস্টার (রাজনৈতিক) শাহনাজ আক্তার রানু, কাউন্সেলর (শ্রম) হাজরা সাব্বির হোসেন, কাউন্সেলর (শ্রম) লুৎফুন নাহার নাজিম, কাউন্সেলর (পাসপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব (কনস্যুলার) এসএম মাযহারুল ইসলাম, কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ দিদারুল আলম, মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, জাকির হোসেন খতিব, সাখাওয়াত হোসেন বকুল, প্রকৌশলী মোহাম্মদ আলী, নুর মোহাম্মদ, নুর হোসেন সুমন, প্রকৌশলী আমজাদ হোসেন খান, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী মফিজুল ইসলাম, শওকত ওসমান, প্রকৌশলী লুৎফর রহমান, আতাউর রহমান, ইকবাল হোসেন, আবু রাসেল, মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ।

এছাড়া আবুধাবি ও আল আইন থেকে আগত প্রবাসী এবং কমিউনিটি নেতারা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত