Homeপ্রবাসের খবরবিদেশি শনাক্ত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

বিদেশি শনাক্ত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

[ad_1]

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, এখন থেকে আসামে যাকেই ‘বিদেশি’ হিসেবে শনাক্ত করা হবে, তাকে সরাসরি বাংলাদেশে পুশ ইন করা হবে। এর জন্য কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হবে না। রাজ্যের জেলা প্রশাসকরা (ডিসি) নিজ বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে পারবেন। সোমবার (৯ জুন) আসামের আইনসভায় তিনি এ ঘোষণা দেন।

বিশ্ব শর্মা বলেন, এ সিদ্ধান্ত কার্যকর করতে ১৯৫০ সালের একটি পুরোনো আইন পুনরায় চালু করা হয়েছে। তার দাবি, ভারতের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে আসাম রাজ্য সরকারকে এই ক্ষমতা দিয়েছে।

তিনি আরও জানান, শুধু ডিসির সিদ্ধান্তেই নয়, ফরেনার ট্রাইব্যুনাল যাদের বিদেশি ঘোষণা করেছে, তারাও এই প্রক্রিয়ার আওতায় পড়বেন। গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায়ে জানায়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন, তারা ভারতের নাগরিকত্বের যোগ্য নন। আদালত নির্দেশ দেয়, এই তারিখের পর আসা কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না—তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আদালত সেই রায়ে ১৯৫০ সালের পুশ ইন আইনকেও বৈধ ঘোষণা করেছে, যার ফলে রাজ্যের ডিসিরা এখন কাউকে বিদেশি হিসেবে শনাক্ত করে সরাসরি বাংলাদেশে পুশ ইন করতে পারবেন, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ ইউ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত