Homeপ্রবাসের খবরবিপিএলে জামাই-শ্বশুর দ্বৈরথ নিয়ে যা বললেন আফ্রিদি

বিপিএলে জামাই-শ্বশুর দ্বৈরথ নিয়ে যা বললেন আফ্রিদি

[ad_1]

এবারের বিপিএলে দেখা যাবে জামাই-শ্বশুর দ্বৈরথ। ক্রিকেটভ্ক্তদের মনে প্রশ্ন, কার কার কথা বলা হলো প্রথম বাক্যে? অনেকেই আঁচ করতে পেরেছেন। তবুও উত্তর বলে নেওয়া ভালো; শাহিন শাহ আফ্রিদি ও শহিদ আফ্রিদি।

কীভাবে জামাই-শ্বশুর একে অপরের প্রতিপক্ষ হবেন জানা যাক।

এবারের বিপিএলে গ্রুপ পর্বের খেলা হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক দল গ্রুপ পর্বে দুবার একই দলের মুখোমুখি হবে। ফরচুন বরিশালের পেসার হিসেবে খেলবেন শাহিন আফ্রিদি। বাঁহাতি পেসারের শ্বশুর শহিদ আফ্রিদি পালন করবেন চিটাগং কিংসের মেন্টরের দায়িত্ব। অর্থাৎ মাঠে সরাসরি দ্বৈরথ না হলেও তাদের মধ্যে নিশ্চুপ ঠাণ্ডাযুদ্ধ হবেই।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টে যোগ দিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশে পৌঁছেছেন শাহিন আফ্রিদি। আজ শনিবার শেরে বাংলা একাডেমি মাঠে অনুশীলনেও নামেন তিনি।

শাহিন শাহ আফ্রিদি ছাড়া এবারের বিপিএলে বড় মাপের কোনো আন্তর্জাতিক তারকা থাকছেন না। যে কারণে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ২৪ বছর বয়সী এই পেসার।

শাহিন আফ্রিদির দিকে কড়া নজর থাকবে দেশীয় গণমাধ্যমগুলোরও। প্রথম দিনেই তার নমুনা পাওয়া গেছে। মিরপুর অনুশীলনের এক ফাঁকেই পাক পেসারকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা।

উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন শাহিন। উত্তরও করেন খুব বুঝেশুনে। অনেক প্রশ্নের ভীড়ে উঠে আসে শ্বশুর শহিদ আফ্রিদির সঙ্গে দ্বৈরথের বিষয়ও।

শহিদ আফ্রিদির সঙ্গে বিপিএল রাইভালরি নিয়ে শাহিন বলেন, ‘খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’

সম্পর্কে জামাই-শ্বশুর হলেও শাহিন আফ্রিদি ও শহিদ আফ্রিদি একে অপরের সঙ্গে কতটা বন্ধুসুলভ, সাংবাদিকদের সঙ্গে আলাপে সেটিও বোঝা গেছে।

শ্বশুরের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে হাসতে হাসতে শাহিন আফ্রিদি বলেন, ‘দুই দিন আগে আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি।’

বরিশাল সতীর্থদের সঙ্গে সম্পর্ক ও দলের পরিবেশ নিয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। আমি জানি, স্থানীয় ক্রিকেটাররা সবসময় ভালো। উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। আশা করি, আমি অনেক শিখতে পারব। পাকিস্তানের হয়ে ভবিষ্যতে যখন বাংলাদেশে আসব, আশা করি তখন উইকেট জানা থাকবে এবং আমি ভালো খেলতে পারব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ওভারে উইকেট শিকারে বেশ দক্ষ শাহিন আফ্রিদি। সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ ৫০ উইকেটশিকার করেছেন তিনি।

সেই রেকর্ড নিয়ে শাহিন বলেন, ‘আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না। টি-টোয়েন্টিতে আমি শুরুতে শুধু ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। টি-টোয়েন্টিতে উইকেট সবসময় ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে। তাই আমি বৈচিত্র কাজে লাগানোর চেষ্টা করি।’

প্রথম ওভার বোলিংয়ের সময় মাইন্ড সেট কেমন থাকে, এমন প্রশ্নে শাহিন বলেন, ‘ব্যাটসম্যানরা সাধারণত শুরুতে আক্রমণ করে বোলারকে এলোমেলো করে দিতে চায়। বোলার হিসেবে আপনি যখন শুরুতে উইকেট নেন, পুরো ব্যাটিং বিভাগ এলোমেলো হয়ে যায়। কারণ মিডল-অর্ডার ভালোভাবে নতুন বল খেলতে পারে না। তাই নতুন বলে আমি সবসময় উইকেট নেওয়ার চিন্তা করি। কখনও সেটি না পেলে বৈচিত্র ব্যবহারের চেষ্টা করি। সবসময় আক্রমণাত্মক বোলিংয়ের চেষ্টা করি।’

বিপিএল শুরু হতে ৪৮ ঘণ্টাও হাতে নেই। এখনো অনেক দল অধিনায়ক সম্পর্কে জানেন না শাহিন। শুধু নিজের দল বরিশাল সম্পর্কেই তথ্য জানা আছে তার।

শাহিন বলেন, ‘আমার দলে তো তামিম ভাই অধিনায়ক। আমি মাত্র গত রাতে এখানে এসেছি। আমি জানি না, কোন দলের অধিনায়ক কে। এমনকি আমি এখনও জানি না দলগুলো কী কী। আমি শুধু আমার দলের হয়ে খেলার কথা জানি এবং তামিম আমাদের অধিনায়ক।’

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত