Homeপ্রবাসের খবরভাইরাল হতে গরুর হাটে ডা. সাবরিনার কান্ড

ভাইরাল হতে গরুর হাটে ডা. সাবরিনার কান্ড

[ad_1]

ডাক্তার সাবরিনা— পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। এবার আবারও আলোচনায় এসেছেন সাবরিনা, তবে এবার ভিন্ন কারণে। ঈদুল আজহা সামনে রেখে গরুর হাটে গিয়েছিলেন তিনি। সেখানে কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় ও অতিরিক্ত উত্তেজনায় একপর্যায়ে হেনস্তার শিকার হন এই চিকিৎসক। পরে স্বেচ্ছাসেবীরা তাকে হাট এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, ডা. সাবরিনা একটি গরুর হাটে গরু দেখছিলেন। এসময় তাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর। তারা সাবরিনাকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন করতে থাকেন— উট কিনতে এসেছেন?, মামুন-লায়লা নামের গরু খুঁজছেন কি না? এমন নানা প্রশ্নের উত্তর দিতে দিতে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি।

এক পর্যায়ে সাবরিনা একটি কালো গরু দেখিয়ে বলেন, এটা আমার নানির বাড়ির এলাকার গরু।

এসময় কনটেন্ট ক্রিয়েটরদের উচ্চ শব্দ, ভিডিও ধারণ ও চেঁচামেচিতে গরুর ব্যাপারীরাও পড়ে যান বেকায়দায়। এতে গরুগুলো অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু গরু ব্যবসায়ী ডা. সাবরিনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে রীতিমতো হেনস্তার শিকার হন তিনি।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই হাট কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক দল ডা. সাবরিনাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়।

সম্প্রতি ডা. সাবরিনা অভিনয় করেছেন নাটকে। জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা গেছে। এছাড়া রাজনীতিতেও সক্রিয় হয়েছেন তিনি।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত