Homeপ্রবাসের খবরভারতীয় মিডিয়ার অপপ্রচার, মিশিগানে বাংলাদেশিদের প্রতিবাদ

ভারতীয় মিডিয়ার অপপ্রচার, মিশিগানে বাংলাদেশিদের প্রতিবাদ

[ad_1]

বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে ভারতীয় মিডিয়ার অপ্রচার বন্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামেক সিটি হলের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশি-আমেরিকানরা প্রতিবাদ সভায় জড় হন। ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিপলুর সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শামিম আহাম্মদ, ইঞ্জিনিয়ার মাহির ফায়সাল, সেলিম আহমদ, কামাল রহমান, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, আলভী চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ আজম, মাওলানা ফখরুল ইসলাম, মুজিব আহমেদ মুনির, রাব্বানী তালুকদার, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌধুরী, নাজমুল হক, কামাল, শাহনেওয়াজ চৌধুরী ও জিলাল জিলানী।

ভারতীয় মিডিয়ার অপপ্রচার, মিশিগানে বাংলাদেশিদের প্রতিবাদ

বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। বিগত ১৫ বছরে ভারত বাংলাদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে সবগুলোতে বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের উপ-হাই কমিশনে ভারতের উগ্রবাদী জনগণ হামলা ও ভাঙচুর করেছে। যা সুস্পষ্ট কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন। অচিরেই এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান বাংলাদেশি-আমেরিকানরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত