Homeপ্রবাসের খবরভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি

ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি


কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে।

কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলিবিনিময় হলো।

সংবাদ সংস্থা এএনআই-র তথ্য বলছে, সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এই গুলি বর্ষণ করে পাকিস্তান। তবে তার মোক্ষম জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের গুলি বর্ষণের জবাবে, পাল্টা গুলি বর্ষণ করে ভারতীয় সেনারাও।

এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে, পহেলগাঁওয়ের ঘটনার পরই গোটা অনন্তনাগ জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করে এই অভিযান। কুলগামের কুইমোহ এলাকার ঠোকেরপোরা থেকে ২ জন মদদদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিলের দুপুরে পহেলগাঁওয়ের বৈসরনে ২৬ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত