মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে এক ফিলিপিনো পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ। নেপালের শীর্ষস্থানীয় সংবাদপত্র কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিহত পর্বতারোহীর নাম ফিলিপ সান্তিয়াগো (বয়স ৪৫)। তিনি বুধবার সন্ধ্যা ৮টা (স্থানীয় সময়) বা ১৪:১৫ জিএমটিতে এভারেস্টের চতুর্থ শিবির ক্যাম্প–৪ এ পৌঁছান। ক্যাম্প–৪ এর উচ্চতা ৭,৯০০ মিটার (২৫,৯১৯ ফুট)। তিনি সেখানে পৌঁছানোর পথেই অত্যন্ত ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েন। পরে সেখানেই অতিরিক্ত ক্লান্তির কারণে তার মৃত্যু হয়। তার মরদেহ ক্যাম্প–৪ এই রয়েছে।
প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া ও উদ্ধার অভিযানের জটিলতার কারণে এখনও মরদেহ নিচে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পর্বতারোহণ শুরু হওয়ার পর থেকে গত এক শতকে এভারেস্ট অঞ্চলে প্রায়
৩০০ মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যাটি বেড়েই চলেছে।
এমন মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় নেপাল সরকার এভারেস্ট অভিযানে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, অভিযানকারীদের জন্য পারমিট ফি বাড়ানো হতে পারে এবং অভিজ্ঞতা অর্জনকে বাধ্যতামূলক করা হতে পারে।
গত ১৮ এপ্রিল নেপালের জাতীয় সংসদের উচ্চকক্ষে “ইন্টিগ্রেটেড ট্যুরিজম বিল” উত্থাপন করা হয়েছে। বিল অনুযায়ী, কেউ এভারেস্টে আরোহনের অনুমতি পেতে চাইলে তাকে অবশ্যই পূর্বে কমপক্ষে ৭,০০০ মিটার (২২,৯৬৫ ফুট) উচ্চতার কোনো পর্বত জয় করার প্রমাণ দেখাতে হবে।
নেপাল সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো অভিযানকে আরও নিরাপদ করা এবং অনভিজ্ঞ পর্বতারোহীদের ঝুঁকি কমানো।
এস এইচ/