Homeপ্রবাসের খবরমালদ্বীপে শিক্ষা প্রসারে বাংলাদেশি উদ্যোক্তার ভূয়সী প্রশংসা

মালদ্বীপে শিক্ষা প্রসারে বাংলাদেশি উদ্যোক্তার ভূয়সী প্রশংসা

[ad_1]

মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি আহমেদ মোত্তাকির ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম।

শুক্রবার (২৯ নভেম্বর) মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের দশম সমাবর্তন অনুষ্ঠান হয়। 

শুক্রবার (২৯ নভেম্বর) কলেজটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ মুত্তাকির প্রশংসা করেন মালদ্বীপের সাবেক উপ-রাষ্ট্রপতি।

প্রধান অতিথির বক্তব্যে ফায়সাল নাসিম বলেন, আহমেদ মুত্তাকির অবদানে ২০০৬ সালে প্রতিষ্ঠিত এমআইসি কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের রেক্টর লামিয়া আব্দুল হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের রিজিওনাল ডিরেক্টর (এবিই) প্রবিন মাহিন্দ্রা।

এমআইসি কলেজের ১৭টি শাখায় রয়েছে তিন হাজারের বেশি স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থী। যার মধ্যে থেকে এক হাজার ১৪ জন ডিগ্রি-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের সমাবর্তন অনুষ্ঠান-২০২৪।

অনুষ্ঠানে আহমেদ মোত্তাকি বলেন, প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআইসি)। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করাসহ এর একটি শাখা বাংলাদেশেও খোলার প্রত্যাশার কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী আহমেদ শাবাব বলেন, জীবিকার তাগিদে প্রবাসে এসে, নানা পেশায় যুক্ত থাকার পরও কাজের ফাঁকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও পেয়েছেন দারুণ সফলতা। সমাবর্তন অনুষ্ঠানের শেষ পর্যায়ে শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীদের ডিগ্রি ও পদক বিতরণ করেন উপস্থিত অতিথিরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত