Homeপ্রবাসের খবরমালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক


মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযান ৫০ প্রবাসী শ্রমিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা হয়। এসময় কাগজপত্র না থাকায় ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।

দিনব্যাপী এ অভিযান চলাকালে কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে অভিযানে আটক হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন। সরকার বলেছে, অপারেশন ‘কুরাঙ্গি’ প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনিয়মিত অভিবাসনের স্থায়ী সমাধান হবে।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে অনিয়মিত অধিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গির চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসীরা মালদ্বীপের রাজধানী থেকে বিভিন্ন আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।

মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করে নাই। তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে, সেই সমস্ত কর্মীদের কর্মীদের বহিষ্কার করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত