Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী

[ad_1]

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার হওয়া দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ। যৌন নিপীড়নের শিকার হওয়া দুই নারীর বয়স ৩০ ও ৩৪ বছর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অভিবাসন বিভাগের এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) আড়াইটার দিকে কুয়ালালামপুরে বিশেষে অভিযান চালানো হয়। পুত্রাজার ইমিগ্রেশন এর হেডকোয়ার্টারে ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল এ বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

অভিযানে দুই বাংলাদেশি নারী উদ্ধারসহ দুজন পুরুষকে গ্রেপ্তার করা হয়। যাদের বয়স ৩০ ও ৩৯ বছর। গ্রেপ্তার ২ বাংলাদেশি পুরুষকে মূল ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী এক গ্রাহককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গ্রাহক বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসা নারীদের ২০০০ রিঙ্গিতের বেতনের কথা বলে আনা হয়। পরে তাদের কোনো কাজ না দিয়ে বিনা বেতনে যৌনকর্মী হতে বাধ্য করা হয়।

বিভিন্ন দেশের খদ্দেরদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দিতে তাদের বাধ্য করা হতো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ না করলে তাদের খাবার দেওয়া হতো না বলেও অভিযোগ রয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ বলছে, যারা মানবপাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০)-এর অধীনে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত