Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

[ad_1]

প্রভাস ডেস্ক: মালয়েশিয়ায় জোহুর বারুতে সড়ক দুর্ঘটনায় আহত বিল্লাল মোড়ল (৩০) নামের ১ প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প


নিহত যুবক, শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।


স্থানীয় ও পারিবার জানায়, ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ ৩ বছর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। এর পরে মোটরসাইকেলযোগে সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মারা যান। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়।


বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিলো। এবার দেশে এলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ঘাতক গাড়িটি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। এখন শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।


আরও পড়ুন: তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন জানান, নিহত বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর লাশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।


সান নিউজ/এমএইচ

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত