Homeপ্রবাসের খবরমুজিব চরিত্রের পর জিয়া চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত শুভ!

মুজিব চরিত্রের পর জিয়া চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত শুভ!

[ad_1]

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক আরিফিন শুভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে ছিলেন তিনি।

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এ অভিনেতা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুজিব সিনেমায় অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিকের বিষয়ে কথা বলেছেন শুভ।

তিনি বলেন, এ সমালোচনাটা বড় একতরফা। শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করেন। এটাই কি স্বাভাবিক নয়? কেউ তার বেতন নিজে ঠিক করেন; সেটা কি অপরাধ? আমি যদি ১০০ টাকায় সিনেমা করি, আর ‘মুজিব’ করতে ১০ হাজার টাকা নিই—তাহলে সমালোচনার জায়গা ছিল। তখনই সমালোচনা করতে পারতেন। কিন্তু আমি তো উল্টোটা করেছি। পারিশ্রমিক নিইনি।

একটি গণমাধ্যমে সাক্ষাৎকারের আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন? জবাবে শুভ বলেন, আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।

এদিকে, ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শুভ। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত