Homeপ্রবাসের খবরমোদি হচ্ছেন নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’:বিলাওয়াল ভুট্টো

মোদি হচ্ছেন নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’:বিলাওয়াল ভুট্টো

[ad_1]

‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর ‘তেমু ভার্সন’—অর্থাৎ একেবারে সস্তা অনুকরণ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে। মোদি নিজেকে নেতানিয়াহুর মতো প্রমাণ করার চেষ্টা করছেন— কিন্তু তিনি তার (নেতানিয়াহুর) ধারে-কাছেও নেই।’

মঙ্গলবার (৩ জুন) নিউইয়র্কে জাতিসংঘে এক বক্তব্যে এসব মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই নেতা। তিনি বর্তমানে পাকিস্তানি প্রতিনিধি দলের অংশ হিসেবে নিউইয়র্ক সফরে রয়েছেন।

ভুট্টো বলেন, ‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর ‘তেমু ভার্সন’—অর্থাৎ একেবারে সস্তা অনুকরণ। আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই, তারা যেন এমন নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা না নেয়।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান তার মহান সভ্যতাগত ঐতিহ্য নিয়ে গর্ব করে। আমরা সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী। মোহেঞ্জোদারো আমার নির্বাচনী এলাকার কাছেই। ভারতও এই ঐতিহ্য নিয়ে গর্ব করে।’

এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন ভুট্টো। ২০২২ সালে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘আমি আরএসএস, বিজেপি বা নরেন্দ্র মোদিকে ভয় পাই না।’

তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গুজরাটের গণহত্যায় মোদির ভূমিকা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। বিজেপি ও আরএসএস যতই আপত্তি করুক না কেন, ইতিহাস তারা বিকৃত করতে পারবে না।’

ভুট্টোর এই বক্তব্যের পর বিজেপি সারা ভারতে প্রতিবাদ জানায়। দলটির পক্ষ থেকে একে ‘অসভ্য ও অরুচিকর’ ব্যক্তিগত আক্রমণ বলে অভিহিত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একে ‘নিম্নস্তরের আচরণ’ বলে মন্তব্য করে। তারা বলে, ভুট্টোর হতাশা পাকিস্তানের সন্ত্রাসবাদী নীতির মূলহোতাদের দিকেই নির্দেশিত হওয়া উচিত, যারা সন্ত্রাসকে রাষ্ট্রনীতির অংশ বানিয়েছে।
সূত্র: ডন
এম এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত