Homeপ্রবাসের খবররফিকুল ইসলাম মাদানি – প্রবাস খবর

রফিকুল ইসলাম মাদানি – প্রবাস খবর

[ad_1]

শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়াতে উপস্থিত হয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে কোনো ধরনের নমনীয়তা চলবে। বাংলার জমিনে হযরত শাহজালালের জমিনে ফ্যাসিবাদের ঠাঁই নেই। স্বৈরাচার শেখ হাসিনার ঠাঁই নেই। রোববার (১০ নভেম্বর) দুপুরে এসব কথা বলেন তিনি।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রফিকুল ইসলাম মাদানী বলেন, কোনোভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। এই দেশটাকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এর আগে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরিকৃত গণপ্রতিরোধ মঞ্চে এই গণজমায়েত কর্মসূচি শুরু হয়।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত