Homeপ্রবাসের খবররিজওয়ানা হাসান – প্রবাস খবর

রিজওয়ানা হাসান – প্রবাস খবর

[ad_1]

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, না-ও হতে পারেন। এটা আদালত দেখবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যেকোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই।

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোন সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে। চট্টগ্রামে আইনজী‌বী হত‌্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে, আ‌রও মামলা হ‌বে।

তিনি বলেন, দেশের জনগণ ও রাজ‌নৈ‌তিক দলগু‌লো মি‌লে সাম্প্রদা‌য়িক বিশৃঙ্খলা রোধ কর‌তে পে‌রে‌ছে। বিএন‌পি ও জামায়াত ঐক্যের ব‌্যাপা‌রে একমত। দে‌শে যে উত্তেজনা চল‌ছে সেগু‌লো রো‌ধে সব দল‌কে সঙ্গে নি‌য়ে প্রশম‌নে কাজ করা হ‌বে।

মাহফুজ আলম আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

এ ইউ/  

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত