Homeপ্রবাসের খবরলটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন ১৪ প্রবাসী বাংলাদেশি

লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন ১৪ প্রবাসী বাংলাদেশি

[ad_1]

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট। দেশটিতে বসবাসরতদের জন্য হঠাৎ ভাগ্য বদলের এক অনন্য মাধ্যম। কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো ভারতীয় বা অন্য কোনো দেশের নাগরিক; প্রতি মাসের ৩ তারিখে লটারি জিতে হয়ে যান শ্রমিক থেকে কোটিপতি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট লটারি জিতেছেন ১৪ প্রবাসী বাংলাদেশির একটি দল। তারা প্রত্যেকেই দুবাইয়ে জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। মূল্য বেশি হওয়ায় দলটি প্রতি মাসে এই টিকিট কিনে আসছিল তিন বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা। 

এভাবে অসংখ্যবার এ ধরনের লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিট্যান্স হয়ে। অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিট্যান্স যোদ্ধার।

এবার মার্চের ৩ তারিখে আবুধাবির বিগ টিকিটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলমসহ কোটিপতি হয়েছেন আরও ১৩ জন শ্রমিক। 

প্রাপ্ত অর্থ ১৪ জনের মধ্যে সমানভাবেন বণ্টন করলে ৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে। কোটিপতি হওয়া শ্রমিকরা জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা।

উল্লেখ্য, ড্রয়ের এক মাসের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে লটারি বিজয়ীর টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত