Homeপ্রবাসের খবরলন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন 

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন 

[ad_1]

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল। আমাদের ধারণা, হাসপাতালে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।

তিনি আরও বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডনে আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না। সেজন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আবুল হোসেন প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত