Homeপ্রবাসের খবরশপথ নিলেন ফারুকীসহ তিন উপদেষ্টা  – প্রবাস খবর

শপথ নিলেন ফারুকীসহ তিন উপদেষ্টা  – প্রবাস খবর

[ad_1]

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি এই শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন ৫ উপদেষ্টার মধ্যে আজ শপথ নিচ্ছেন তিনজন।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টাদের এখনও দফতর বন্টন করা হয়নি। তারা দায়িত্ব নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত