Homeপ্রবাসের খবরশবে বরাত উপলক্ষে চড়া মাংসের বাজার – প্রবাস খবর

শবে বরাত উপলক্ষে চড়া মাংসের বাজার – প্রবাস খবর

[ad_1]

বাংলাদেশে যেকোনো উৎসবে পণ্যের দাম বৃদ্ধি যেনো নিয়মিত বিষয়। ব্যতিক্রম হয়নি এবারও। বছর ঘুরে রমজানের বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। পবিত্র এ দিনটি উপলক্ষ্যে বাজারে বেড়েছে মাংসের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে দামও।

শবে বরাতের কারণে মাংসের বাজারে কিছুটা চড়া। ব্র‍য়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকা। দেশি মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। কোথাও কোথাও আগের দামের গরু ও খাসির মাংস বিক্রি হলেও কোথাও কোথাও বিক্রি হচ্ছে বেশি দামে

আগের দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা। মোটা চাল ৬২। নাজিরশাল চাল বিক্রি হচ্ছে ৮৫টাকা দরে।

ঢেড়স ১২০, লাউ ৫০, করলা ৬০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৪৫ থেকে ৫০টাকা আর বড় রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা।

ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা কেজিতে। চিংড়ি ১৪৫০, রূপচাদা ১১০০, রুইয়ের কেজি ৩০০টাকা

এদিকে, বাজারে ভোজ্য তেলের তীব্র সংকট কাটছে না। বিশেষ করে এক ও দুই লিটারের তেলের বোতলের জন্য এখন তীব্র হাহাকার। অনেকটাই উধাও ৫ লিটারের সয়াবিন তেলের বোতল। খোলা সয়াবিনের কেজি ১৭৫ টাকা ।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত