Homeপ্রবাসের খবরশরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

[ad_1]

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে ও গোসাইরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ধীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের সেলিম ফরাজীর ছেলে আলিফ ফরাজী (৬) ও উপজেলার সামন্তসার ইউনিয়নের চরসামন্তসার গ্রামের মো. রাছেল সরদারের ছেলে আব্দুর সরদার (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আলিফ ফরাজী বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর থেকে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আব্দুর সরদার ঢাকা থেকে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি এসেছিল। সেখান থেকে তার খালা বাড়ি ধীপুর এলাকায় বেড়াতে যান। এরপর সেখানে গিয়ে দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘দুপুরে আলাদা আলাদা সময়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ ইউ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত