Homeপ্রবাসের খবরশ্রমিকদের বিনামূল্যে ওমরাহ করার সুযোগ করে দেন সৌদির এ নারী

শ্রমিকদের বিনামূল্যে ওমরাহ করার সুযোগ করে দেন সৌদির এ নারী

[ad_1]

গত বছর এক পরিচ্ছন্নতাকর্মীকে ওমরাহ করতে সহায়তা করেন দুবাইয়ে বাস করা সৌদি নারী সোফিয়া সারাহ আদ্দাস। বিষয়টি তার এতটাই ভালো লেগেছিল; এখন সাধারণ শ্রমিকদের ওমরাহ করানোকে নিজের জীবনের মিশন হিসেবে নিয়েছেন তিনি।

গত এক বছরে আমিরাত থেকে ৭৫০ জনেরও বেশি শ্রমিককে সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরাহ করতে পাঠিয়েছিলেন তিনি। সম্পূর্ণ বিনা খরচে ৮দিন সৌদিতে থেকে ওমরাহ করেছেন তারা।

তবে সোফিয়া সারাহর পক্ষে এত মানুষকে একা ওমরাহ করানো সম্ভব নয়। এ কারণে তিনি ‘ওমরাহ৪লেবার্স’ নামে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছেন। যেখানে কমিউনিটির সদস্যরা শ্রমিকদের জন্য ওমরাহ প্যাকেজ কিনতে পারেন। অর্থাৎ আর্থিকভাবে স্বচ্ছল যে কেউ চাইলে তার মাধ্যমে শ্রমিকদের ওমরাহ করাতে পারবেন।

প্রথমে স্বল্প পরিসরে শুরু করলেও এখন ‘ওমরাহ৪লেবার্স’ একটি ট্যুরিজম কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমাদের কোম্পানির ওয়েটিং লিস্টে ৫ হাজারের বেশি শ্রমিক রয়েছেন। আমাদের লক্ষ্য হলো যত সম্ভব শ্রমিককে বিনামূল্যে ওমরাহ করতে পাঠানো। আমরা ইতিমধ্যে ৭৫০ জনকে পাঠিয়েছি। এ উদ্যোগটি গত বছরের রমজানে শুরু হয়েছিল। আমরা এ বছর আমাদের প্রথম বার্ষিকী উদযাপন করছি।”

শ্রমিকদের এই ওমরাহ প্যাকেজে ভিসা প্রসেসিং ফি, মেডিকেল ইনস্যুরেন্স, যাওয়া আসার বাস ভাড়া, হোটেল খরচ (তিন রাত মক্কা ও দুই রাত মদিনায়), খাবার, কাপড় এবং অন্যান্য বিষয়গুলো থাকে। যারা শ্রমিকদের ওমরাহ করাতে চান তারা চাইলে ব্যক্তিগতভাবেও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সৌদির এ নারী বলেন, “যখন কেউ প্যাকেজটি কেনেন আমরা শ্রমিকের বাস ছাড়ার তারিখ ও স্থানের বিষয়ে ইমেইল করে তাদের জানিয়ে দেই। যেন তারা এসে দেখতে পারেন তাদের অর্থে কারা ওমরাহ করতে যাচ্ছেন।”

এছাড়া কেউ চাইলে নিজের পছন্দের শ্রমিককেও তাদের মাধ্যমে ওমরাহতে পাঠাতে পারেন। এজন্য ওই শ্রমিকের বৈধ পাসপোর্ট, আমিরাতের আইডি কার্ড, নিয়োগদাতার নো-অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে।

সোফিয়া জানিয়েছেন, এ মুহূর্তে তারা নিজেদের সঙ্গে বিভিন্ন কোম্পানিকে যুক্ত করার চেষ্টা করছেন। যারা তাদের কর্মীদের জন্য ওমরাহ প্যাকেজ কিনে তাদের স্বপ্ন পূরণ করবেন। তিনি বলেছেন, “আমার লক্ষ্য হলো ওমরাহতে ১০ লাখ মানুষ পাঠানো। একসাথে এটি সম্ভব।”

সূত্র: গালফ নিউজ

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত