Homeপ্রবাসের খবরসাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ – প্রবাস খবর

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ – প্রবাস খবর


দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতি মাসে বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতির এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে সাংবাদিকদের ইস্যু ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে।

বুধবার চলতি মাসের প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠান এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

প্রতিবেদনে যুক্ত সারণিতে বিগত দুই মাসের মানবাধিকার লঙ্ঘনের তুলনামূলক পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে সাংবাদিকদের প্রতি সহিংসতা বিষয়ে উল্লেখ করা হয়েছে౼

গত মার্চ মাসে ১৮টি ঘটনায় সাংবাদিক নির্যাতন, হামলা, আহত, হুমকি ও হয়রানির ঘটনা ঘটেছে ৩৪টি। এপ্রিলে ২৪টি ঘটনায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে। মার্চে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ছিল ১টি, তা এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে চারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিলে বেশ কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যেভাবে শারীরিক, মানসিক এবং আইনি হয়রানি, আক্রমণ, হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে, তা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা করা স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে অব্যাহতভাবে মামলা চলতে থাকলে এ পেশা থেকে কখনোই ভয়ের সংস্কৃতি দূর করা যাবে না।

এমএসএফ বলছে, যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা ব্যক্ত করেছে। গত মাসের চেয়ে এ মাসে সাংবাদিকতার চিত্র বেশ উদ্বেগজনক।

সূত্র : কালবেলা
এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত