Homeপ্রবাসের খবর‘সীমিত পরিসরে’ বিয়ের প্রবণতা বেড়েছে বলিউড

‘সীমিত পরিসরে’ বিয়ের প্রবণতা বেড়েছে বলিউড

[ad_1]

বিদায়ী বছরে বলিউডে ঘটেছে অনেক ঘটনা। এসব ঘটনার মধ্যে সিনেমাপ্রেমীদের বেশি নজর ছিল তারকাদের বিয়ে নিয়ে। বিগত বছরের চেয়ে এবার বলিউডের বিয়েগুলোতে জমকালো আয়োজন তেমন একটা ছিল না। অনেকের বিয়ে ঘরোয়া পরিবেশে বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এবার জেনে নেওয়া যাক বলিউড চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন যারা-

সীমিত পরিসরে বাড়ছে বলিউডের বিয়ে

সোনাক্ষী সিনহা-জহির ইকবাল:

ভারতের লোকসভা নির্বাচনে জয়ের পর শত্রুঘ্ন সিনহার বাড়িতে বিয়ে সানাই বেজে ওঠে। সোনাক্ষী সিনহা জীবনের নতুন ইনিংস শুরু করেন। জাহির ইকবালের সঙ্গে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। সোনাক্ষী-জহিরের বিয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ আসতেই শোনা যায় শত্রুঘ্ন নাকি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি শোনা যায়, নতুন প্রজন্মের সন্তান কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। তারা শুধু নিজেদের সিদ্ধান্তগুলো পরিবারের সদস্যদের জানায়। পরে জামাইকে মেনে নেন শত্রুঘ্ন। অনেকটা ঘরোয়া পরিবেশে সীমিত পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

সীমিত পরিসরে বাড়ছে বলিউডের বিয়ে

পুলকিত-কৃতী:

চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ বাগদান সম্পন্ন করেন পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দা। এর কয়েকমাস পর গত ১৫ মার্চ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তারা বিয়ের পিঁড়িতে বসেন। গুরগাঁওয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল পুলকিত-কৃতীর বিয়ের আসর।

সীমিত পরিসরে বাড়ছে বলিউডের বিয়ে

রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানি:

তিন বছরের প্রেমের পর তারা বিয়ের পিঁড়িতে বসেন। ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক ও অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করেন রাকুলপ্রীত সিং।

সীমিত পরিসরে বাড়ছে বলিউডের বিয়ে

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ:

চলতি বছরের মার্চে তাদের আংটি বদল হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর ঐতিহ্য মেনে অদিতি-সিদ্ধার্থ রীতি মেনে বিয়ে করেন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রার সঙ্গে অদিতির বিয়ে হয়েছিল। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০০৯ সালে তাদের সেই বিয়ে ভেঙে যায়। তারপর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে সিদ্ধার্থর প্রেম শুরু হয়। এমনকী গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ ছবিও প্রকাশ করেন। কিন্তু অদিতির সঙ্গে প্রেম নিয়ে সিদ্ধার্থ কখনো মুখ খোলেননি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত