Homeপ্রবাসের খবরহজে প্রযুক্তির বিপ্লব: মাত্র ৬ মিনিটেই ওষুধ পৌঁছাবে ড্রোনে

হজে প্রযুক্তির বিপ্লব: মাত্র ৬ মিনিটেই ওষুধ পৌঁছাবে ড্রোনে

[ad_1]

হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে ওষুধ সরবরাহে বিপ্লব ঘটাতে যাচ্ছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানিয়েছেন, চলতি বছর হজে ড্রোনের মাধ্যমে ওষুধ পরিবহনের নতুন সেবা চালু হচ্ছে, যা মাত্র ৬ মিনিটে ওষুধ পৌঁছাতে সক্ষম—যেখানে আগের পদ্ধতিতে সময় লাগত ৯০ মিনিট।

তিনি জানান, গত দুই বছর ধরে এই প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা ও পরীক্ষার পর এটি বাস্তবায়ন করা হচ্ছে। হজের সময় প্রায় ১২.৫ লাখ মানুষের ভিড়ে যানবাহনের জট ও চলাচলে বিঘ্ন ঘটে, ফলে ওষুধ পৌঁছাতে দেরি হয়। ড্রোন প্রযুক্তি এই সমস্যার কার্যকর সমাধান দিতে যাচ্ছে।

ড্রোনগুলোতে অত্যাধুনিক কুলিং সিস্টেম রয়েছে, যা উচ্চ তাপমাত্রাতেও ওষুধের মান নষ্ট হতে দেয় না। ওড়ার আগে ও অবতরণের সময় বহুবার তাপমাত্রা পরীক্ষা করা হয়।

এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যেখানে স্বাস্থ্যখাতের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল হাসপাতাল “সেহা ভার্চুয়াল হসপিটাল”, যা ২০০টিরও বেশি হাসপাতালকে সংযুক্ত করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সৌদি আরব বর্তমানে রোবটিক সার্জারি, স্ট্রোক ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও অগ্রণী ভূমিকা পালন করছে। হজের ভবিষ্যৎ মৌসুমগুলোতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের আশ্বাসও দিয়েছেন তিনি।

এই উদ্যোগ এখন বিশ্বের অন্যান্য দেশের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সূত্র: আরব নিউজ

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত