Homeপ্রবাসের খবরহারিস রউফের রেকর্ড, জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো পাকিস্তান

হারিস রউফের রেকর্ড, জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো পাকিস্তান

[ad_1]

পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে এতদিন সর্বোচ্চ উইকেটের (১০৭) মালিক ছিলেন শাদাব খান। জিম্বাবুয়ের রায়ান বার্লকে আউট করে এই রেকর্ডটি নিজের করে নিলেন হারিস রউফ।

এরপর ব্লেসিং মুজারবানিকে বোল্ড করে শিকার করলেন আরও এক উইকেট। ১০৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে এখন পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি হারিস রউফ।

ডানহাতি এই পেসারের রেকর্ডের দিনে পাকিস্তানও পেয়েছে বিশাল জয়। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫৭ রানে হারিয়েছে সালমান আগার নেতৃত্বাধীন তরুণ পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাটিং করা ছয়জনই দুই অংক ছুঁয়েছেন। ওমাইর ইউসুফ ১৩ বলে ১৬, সায়েম আইয়ুব ১৮ বলে ২৪, উসমান খান ৩০ বলে দুটি করে চার-ছক্কায় ৩৯, সালমান আগা ১৯ বলে করেন ১৩ রান।

১৪.২ ওভারে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১০০। শেষদিকে তায়েব তাহির আর ইরফান খান ঝোড়ো ব্যাটিং করে দলকে ১৬৫ রানের পুঁজি এনে দেন। তাহির ২৫ বলে ৩৯ আর ইরফান ১৫ বলে খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।

জবাবে ১৮ রানে ২ উইকেট হারালেও তাদিওয়ানাশে মারুমানি আর সিকান্দার রাজার ব্যাটে একটা সময় জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। ৩৩ বলে তারা গড়েন ৫৯ রানের জুটি। কিন্তু এই জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেননি।

মারুমানি ২০ বলে ৩৩ আর রাজা আউট হন ২৮ বলে ৩৯ করে। ৩১ রানে শেষ ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৫.৩ ওভারে অলআউট হয় ১০৮ রানেই।

পাকিস্তানের আবরার আহমেদ ২৮ রানে এবং সুফিয়ান মুকিম ২০ রানে নেন ৩টি করে উইকেট। ১৭ রানে ২টি উইকেট শিকার হারিস রউফের।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত