Homeপ্রবাসের খবর২৩ বছর বয়সে ২৫ স্বামী, অতঃপর ধরা পরলেন প্রতারক তরুণী

২৩ বছর বয়সে ২৫ স্বামী, অতঃপর ধরা পরলেন প্রতারক তরুণী

[ad_1]

ভারতের রাজস্থানের এক তরুণীর বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতারণার অভিযোগ উঠেছে। মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের বহু যুবক। অভিযুক্ত তরুণীর নাম অনুরাধা পাসওয়ান। তার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৫ জন পুরুষ।

জানা গেছে, ভুয়া পরিচয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়ে অনুরাধা নিজেকে কখনো শিক্ষিকা, কখনো সমাজকর্মী, আবার কখনো সরকারি অফিসার পরিচয় দিয়ে সহজ-সরল যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন। এরপর প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে তাদের পরিবারের আস্থাও অর্জন করতেন। বিয়ের পরই শুরু হতো টাকার দাবি। কেউ যৌতুকের নামে, কেউ আবার চিকিৎসা বা জরুরি খরচের নাম করে অনুরাধার হাতে তুলে দিতেন লক্ষাধিক রুপি। এরপর হঠাৎ একদিন উধাও হয়ে যেতেন তিনি।

অনুরাধার প্রতারণার জাল এতটাই পাকা ছিল যে একাধিক ভুয়া পরিচয়পত্র, আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করতেন তিনি, যাতে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অবশেষে রাজস্থানের আজমের জেলার একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত ১৮ মে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অনুরাধার বিরুদ্ধে একাধিক রাজ্যে প্রতারণা ও বিবাহ জালিয়াতির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও বিস্ময়কর তথ্য উঠে আসার আশঙ্কা করছে পুলিশ।

এই ঘটনার পর অনেকে প্রশ্ন তুলছেন—কীভাবে এত তরুণ বয়সেই এমন পরিকল্পিত ও ধারাবাহিক প্রতারণা চালিয়ে যেতে পারল অনুরাধা? সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং অ্যাপের অপব্যবহার যে কীভাবে ভয়ঙ্কর মোড় নিতে পারে, সেটিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত