Homeপ্রবাসের খবরএবারও হজের খুতবা অনুবাদ হবে বাংলাসহ ২০ ভাষায়

এবারও হজের খুতবা অনুবাদ হবে বাংলাসহ ২০ ভাষায়


আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের হজ ফ্লাইট। হজের প্রস্তুতি সম্পন্ন করছে সৌদি আরব কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কত ভাষায় অনুবাদ করা হবে তাও নির্ধারণ করেছে দেশটি। শনিবার (২৬ এপ্রিল) ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

খুতবা অনুবাদের ভাষাগুলো হলো- ১.বাংলা ২. ইংরেজি ৩. ফ্রেঞ্চ ৪. মালয় ৫. উর্দু, ৬. ফারসি, ৭. চাইনিজ, ৮. তুর্কি ৯. রাশিয়ান, ১০. হাউসা. ১১. সুইডিশ ১২. স্প্যানিশ, ১৩. সোয়াহিলি, ১৪. আমহারিক, ১৫. ইটালিয়ান ১৬. পর্তুগিজ ১৭. বসনিয়ান, ১৮. মালায়লাম, ১৯. ফিলিপিনো ও ২০. জার্মান।

জিলহজ মাসের ৯ তারিখ মক্কার অদূরে আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওইখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখা সাপেক্ষে ৫ বা ৬ জুন হজ পালিত হতে পারে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত