Homeপ্রবাসের খবরবাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ


বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন এনায়েত উল্যাহ সৈয়দ। যিনি নাট্যাঙ্গনে শিপুল সৈয়দ নামে সুপরিচিত। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এ সময় এনায়েত উল্যাহ সৈয়দে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিপুল সৈয়দ বলেন, ‘এই পুরস্কার একজন অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় করে না, সামাজিক কিছু দায়বদ্ধতাও তার থাকে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখা।’

এবার ‘বাবিসাস ২০২৩-২০২৪’ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাশিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরস্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মো. ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।

সংগীতে বিশেষ অবদান রাখায় সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনী, তসিবা বেগম প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত