Homeপ্রবাসের খবর‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান

‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান


ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সাহসী প্রতিরোধ ‘অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপনে আজ (রোববার) সারাদেশে ‘ইউমে তাশাক্কুর’ পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

‘ইউমে তাশাক্কুর’ একটি উর্দু/আরবি ভাষার সংযোগ। এর বাংলা অর্থ হলো: কৃতজ্ঞতা প্রকাশের দিন অথবা শোকরিয়া দিবস।

এটি মূলত আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের জন্য নির্ধারিত দিন, যখন কেউ কোনো জাতীয় সাফল্য, বিজয় বা কল্যাণমূলক ঘটনার জন্য ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে প্রার্থনা ও উৎসব পালন করে।

রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, ইসলামাবাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতাকে সম্মান জানানো এবং জাতির ঐক্য ও দৃঢ় মনোবলকে প্রশংসা করতেই এই দিবস পালন করা হচ্ছে।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ও কার্যকর জবাব ছিল, যেখানে পাকিস্তান প্রতিটি স্তরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি আমাদের সাফল্য ও সম্মান দান করেছেন।

তিনি বলেন, শত্রুর উসকানিমূলক আচরণ সত্ত্বেও পাকিস্তান সর্বোচ্চ সংযম ও পূর্ণ প্রস্তুতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।

শাহবাজ শরিফ জাতিকে, বিশেষ করে ধর্মীয় আলেমদের, শহিদ ও গাজিদের জন্য বিশেষ নফল নামাজ ও দোয়া আয়োজনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীর এই ত্যাগ জাতি কখনো ভুলবে না, বরং পুরো জাতি তাদের পাশে রয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত