Homeপ্রবাসের খবর১১ বছর ধরে ভাত খান না ঝিনাইদহের নিজাম, বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন...

১১ বছর ধরে ভাত খান না ঝিনাইদহের নিজাম, বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা


বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করা নিজাম উদ্দিনের  খোঁজখবর নিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে টানা ১১ বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন পণ করে থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

নিজাম উদ্দিন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অসুস্থতার বিষয়টি অবগত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

বিএনপি মিডিয়া সেল সূত্র জানায়, দীর্ঘদিন না খেয়ে থাকায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তার সম্ভবত ক্যান্সারের লক্ষণ হতে পারে। এর মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। আগামী সাত দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে বোঝা যাবে তার শারীরিক অবস্থা কেমন আছে।

বিএনপি মিডিয়া আরও জানায়,  আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বয়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাবেন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত