Homeঅর্থনীতিঅর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি, নতুন কর্মসূচি আসছে

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি, নতুন কর্মসূচি আসছে


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি নতুন বিভাগ (রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা) করার সরকারি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামা কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা। তবে বৈঠকে কোনো সমাধান ছাড়াই ফিরে এসেছে উভয় পক্ষ। আজ মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ঘণ্টার এই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আলোচনায় সরকারের পক্ষ থেকে তাদের সিদ্ধান্তে অটল থাকার আভাস পাওয়া গেছে। যদিও অধ্যাদেশ বাস্তবায়নের জন্য যে গঠনতন্ত্র প্রস্তুত করা হবে, সেখানে এনবিআর কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে তা মেনে নিতে পারেননি কর্মকর্তারা। এই অচলাবস্থার পর ঐক্য পরিষদ জানিয়েছে, আগামীকাল বুধবার (২১ মে) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা এবং দুজন উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, এনবিআরের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বৈঠকের পরে ঐক্য পরিষদ সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা তাদের দাবিতে একচুলও নড়েননি। তিনি বলেছেন, অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না। যা আছে, তা-ই থাকবে, এটাই ভালো। তিনি শুধু অর্গানোগ্রামে এনবিআর কর্মকর্তাদের দাবিদাওয়া রক্ষা করার আশ্বাস দিয়েছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সে সময় আমরা দেখব, কতটুকু তাদের দাবি নেওয়া যায়। কিন্তু তাদের বিষয়গুলো যেভাবেই হোক, যতটুকু সম্ভব অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।’

এনবিআর ভাগ করে যে দুটি বিভাগ করা হয়েছে, সেগুলোর কাজ কবে শুরু হবে, এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আগে গেজেট করতে হবে। গেজেটের আগেও অনেক কাজ আছে। আলোচনায় এনবিআর কর্মকর্তারা সন্তুষ্ট কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ দৃঢ়ভাবে বলেন, ‘আমরা বলেছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কী বলেছে, সেটায় আমার যায় আসে না।’

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বৈঠকে অংশ নিয়ে মনে হয়েছে, আমাদের দয়া করা হয়েছে। তাঁরা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, আমাদের কথা শুনবেন না। তাঁদের আগের সিদ্ধান্তে অটল থাকবেন তাঁরা। শুধু আমাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্যই বৈঠকে ডেকেছেন।’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২১ মে) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং সেখানেই পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের অধীন ঢাকাস্থ দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত