‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহামেদ হারিসের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসাইন নিহাদ, ডেপুটি মিনিস্টার (ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়), আবদুল জলিল ইসমাইল, ডেপুটি মিনিস্টার (ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়), এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা।