Homeঅর্থনীতিএসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন

এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন


বিজ্ঞপ্তি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২১: ১৭

এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

এসিআই মোটরসের সঙ্গে যাত্রার আট বছর পূর্ণ করেছে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করে।

যাত্রার শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছাড়া মোটরসাইকেলচালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মোটরস সব সময় কাজ করে যাচ্ছে।

আট বছরপূর্তি উপলক্ষে ১৫ নভেম্বর বগুড়ার মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৫০০-এর অধিক মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মোটরসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশব্যাপী ইয়ামাহার সব শোরুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদ্‌যাপন করা হয় অষ্টম বর্ষপূর্তি উৎসব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত