Homeঅর্থনীতিকাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ চান আমদানিকারকেরা

কাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ চান আমদানিকারকেরা


কাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ চান আমদানিকারকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০২: ৩২

ছবি

ছবি: সংগৃহীত

প্রকাশনা, মোড়কজাত ও ওষুধশিল্পের প্রধান কাঁচামাল পেপার ও পেপার বোর্ড আমদানিতে সর্বোচ্চ ৫ শতাংশ শুল্ক (কাস্টমস ডিউটি বা সিডি) আরোপের দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ।

সংগঠনগুলো ব্যবসায়িক শৃঙ্খলা বৃদ্ধি, দুর্নীতি কমানো, রাজস্ব ফাঁকি রোধ এবং কাগজ ও প্যাকেজিং খাতে ৫ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান রক্ষার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল উচ্চমানের কাগজ ও পেপার বোর্ড (এইচএস কোড ৪৮১০) আমদানিতে ৫ শতাংশ কাস্টমস ডিউটি নির্ধারণ, যা প্রকাশনা, প্যাকেজিং ও ফার্মাসিউটিক্যালস খাতের জন্য অপরিহার্য কাঁচামাল।

বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম ভরসা বলেন, প্লাস্টিক শিল্পের মতো ৫ শতাংশ কাস্টমস ডিউটি নির্ধারণ করলে দুর্নীতি কমবে, রাজস্ব ফাঁকি রোধ হবে এবং সরকারের রাজস্ব হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল বলেন, ‘বর্তমানে আপিল ট্রাইব্যুনালে আয়কর আপিলের জন্য ১০ শতাংশ এবং হাইকোর্টে ২৫ শতাংশ অগ্রিম জমা দিতে হয়। আমরা উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ করার দাবি জানাই, যাতে অসাধু কর্মকর্তাদের হয়রানি বন্ধ হয়। ভ্যাট আপিলের ক্ষেত্রেও ১০ শতাংশ জমা রাখার নিয়ম ৫ শতাংশে নামিয়ে আনা উচিত, যাতে অযথা আপত্তি ও অডিট ইস্যু কমে এবং ব্যবসায়িক পরিবেশ সহজ হয়।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত