Homeঅর্থনীতিকৃষকবান্ধব প্রতিষ্ঠান বিএডিসিকে আরও এগিয়ে নিতে হবে

কৃষকবান্ধব প্রতিষ্ঠান বিএডিসিকে আরও এগিয়ে নিতে হবে


বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকৌশলী ও কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএডিসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পের প্রধান দপ্তর পাবনায় সেচ ভবনে ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ইজিপি/পিপিআর দক্ষতাবিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে প্রকল্প পরিচালক মাহমুদ হাসান খান বলেন, ‘১৯৯৮ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে এ অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনা উন্নয়নে রয়েছে ঐতিহাসিক ভিত্তি।’

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিবসে ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান (গ্রেড-১) বলেন, বিএডিসি নিয়মিতভাবে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এটি একটি কৃষকবান্ধব প্রতিষ্ঠান।

পানাসি প্রকল্প প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে এটি তাৎপর্যপূর্ণ। এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকেরা উপকৃত হয়েছেন। তিনি সব অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিএডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত