বিলাসবহুল ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড বারবেরি জানিয়েছে, খরচ কমাতে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করা হতে পারে, যা তাদের মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ।
গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ৭৫ মিলিয়ন পাউন্ড নিট ক্ষতির তথ্য প্রকাশের পর এই ঘোষণা এসেছে। গত বছর বারবেরি ২৭০ মিলিয়ন পাউন্ড লাভ করেছিল। চলতি অর্থবছরে তাদের আয় ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৪৬ বিলিয়ন পাউন্ডে।
বিলাসবহুল পণ্যের বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়ায়, বিশেষত চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে; বারবেরি এখন এক উচ্চাভিলাষী পুনর্গঠন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে অতিরিক্ত ৬০ মিলিয়ন পাউন্ড খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রধান নির্বাহী জোশুয়া শুলম্যান বলেন, আমরা একটি কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিচালনা করছি এবং এখনো আমাদের পুনর্গঠনের প্রাথমিক ধাপে আছি।