বস্ত্র খাতে আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘুষের অভিযোগ তুলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) গঠনমূলকভাবে সম্পদ ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত বাজেট– সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত আজিজ বলেন, আমাদের আগে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দেওয়ার পর বিটিএমএ নিজেই ছাড়পত্র দিতো। তখন কোনও জটিলতা ছিল না। কিন্তু এখন এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়, আর সেখানে ঘুষের কালচার গড়ে উঠেছে। ৩০ হাজার টাকার শুল্ক জমা দিতে গিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়।
তিনি আরও বলেন, এনবিআরের উচিত তার নিজস্ব সম্পদ গঠনমূলক কাজে ব্যবহার করা এবং ব্যবসা পরিবেশ সহজ করা।
এইচএস কোড জটিলতা নিয়েও প্রশ্ন তোলেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, একই পণ্যের একাধিক এইচএস কোড থাকায় ব্যবসায়ীদের বিভ্রান্ত হতে হয়। এক পণ্যের জন্য একটি নির্দিষ্ট এইচএস কোড নির্ধারণ করে দিলে এই জটিলতা কমবে।
করপোরেট কর বিষয়ে বিটিএমএ’র প্রস্তাব তুলে ধরে শওকত আজিজ বলেন, যেভাবে তৈরি পোশাক খাতে ১২ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে, একই হারে বস্ত্র খাতেও কর আরোপ করা উচিত। কারণ বস্ত্র ও পোশাক খাত একে অপরের পরিপূরক।
শিল্পবান্ধব ও স্বচ্ছ নীতিমালার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু নীতির কথা বললেই হবে না, প্রয়োগেও স্বচ্ছতা ও সহজীকরণ নিশ্চিত করতে হবে।