Homeখেলাধুলাঅধিনায়কত্ব না পেয়েই অবসর নিচ্ছেন কোহলি!

অধিনায়কত্ব না পেয়েই অবসর নিচ্ছেন কোহলি!


রোহিত শর্মার হঠাৎ অবসরের পর আবারও ভারতীয় টেস্ট দলের নেতৃত্বে ফিরতে চেয়েছিলেন ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। চেয়েছিলেন ইংল্যান্ড সিরিজে ভারতকে ট্রফি জেতাতে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে সে সুযোগ দিচ্ছে না। বিসিসিআই নতুন অধিনায়ক হিসেবে চাচ্ছে শুভমান গিলকে এবার সেই ক্ষোভেই নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক এমনটাই দাবি তুলেছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট বোর্ড এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রকে সামনে রেখে তরুণদের হাতে দলের দায়িত্ব তুলে দিতে চায় বোর্ড। এই পরিকল্পনার কেন্দ্রে আছেন শুভমান গিল। ফলে ৩৬ বছর বয়সী কোহলির নেতৃত্বে ফেরার আগ্রহকে গুরুত্ব দেয়নি বোর্ড।

একজন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, ‘কোহলি আবার দলের নেতৃত্বে ফিরতে চেয়েছিলেন। তবে বোর্ড স্পষ্ট জানিয়ে দেয়, তারা ভবিষ্যতের নেতা তৈরিতে বিশ্বাসী। কোচ গৌতম গম্ভীরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান।’

এই সিদ্ধান্তের পরই হতাশ কোহলি বোর্ডকে জানিয়েছেন, তিনি আর টেস্ট খেলতে চান না। বিসিসিআই শুরুতে বিস্মিত হলেও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বলে দাবি গণমাধ্যমটির। ইংল্যান্ড সফরের জন্য দলে রাখার পরিকল্পনা থাকলেও কোহলি সরে দাঁড়িয়েছেন বলে খবর।

অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকার ট্রফিতে কোহলির পারফরম্যান্স ছিল নিজের মানের তুলনায় অনেকটাই কম। ৯ ইনিংসে করেছিলেন মাত্র ১৯০ রান। একাধিকবার সতীর্থদের উদ্দেশ্যেও নাকি বলেন, ‘আমি শেষ…’। তখন অনেকে সেটিকে ক্লান্তির বহিঃপ্রকাশ ভেবেছিলেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে, সেটাই ছিল স্নায়বিক অবসরের সংকেত।

এদিকে টেস্টে নম্বর ৪ পজিশনে কোহলির বিকল্প পাওয়া কঠিন হবে ভারতের জন্য। শুধু ব্যাটসম্যান নয়, একজন নেতা, অভিজ্ঞতার প্রতীক ছিলেন তিনি। তার অনুপস্থিতি ভারতীয় ক্রিকেটে এক বড় শূন্যতা তৈরি করবে—বিশেষ করে এমন এক সময় যখন দলটি আবার নিজেদের নতুন করে গড়তে চায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত