Homeখেলাধুলাএকই দিনে ইউরোপ কাঁপালেন আর্জেন্টিনার দুই ম্যাক আলিস্টার ভাই!

একই দিনে ইউরোপ কাঁপালেন আর্জেন্টিনার দুই ম্যাক আলিস্টার ভাই!


যেন সিনেমার চিত্রনাট্য! একদিনেই ইউরোপের দুই ভিন্ন প্রান্তে লিগ শিরোপা উঁচিয়ে ধরলেন আর্জেন্টিনার দুই ভাই—আলেক্সিস ও কেভিন ম্যাক অ্যালিস্টার! কেউ খেললেন না, তবু ছিলেন গল্পের কেন্দ্রে। এক ভাইয়ের হাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, অন্যজনের হাতে বেলজিয়ান প্রো লিগের ৯০ বছরের অপেক্ষার অবসান!

রোববারের সেই ঐতিহাসিক বিকেলে, অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা হাতে পেলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। যদিও ইনজুরি এড়াতে তিনি লিভারপুলের শেষ ম্যাচে মাঠে নামেননি, তবুও মৌসুমজুড়ে ক্লাবের সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

একই সময়ে, ইউরোপের আরেকপ্রান্তে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়াজ দলের হয়ে ইতিহাস লিখলেন বড় ভাই কেভিন। যদিও নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না, তবে গেন্টের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ১৯৩৫ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে তার দল।

আলেক্সিসকে নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘ওর মধ্যে একটা আর্জেন্টাইন মানসিকতা আছে—কখনো হার মানে না। কিন্তু ছোট ইনজুরি নিয়ে ঝুঁকি নেওয়ার দরকার নেই।’

অন্যদিকে, কেভিনকে বেলজিয়ান সংবাদমাধ্যম Het Nieuwsblad বর্ণনা করেছে ‘একজন সৈনিক’ হিসেবে, যে মাস্ক পরে, ব্যান্ডেজ বেঁধে, হাঁটুতে টেপ লাগিয়ে খেলেছেন সাম্প্রতিক ম্যাচগুলোতে।

শুধু আলেক্সিস আর কেভিনই নয়, এই ফুটবল পরিবারে আছেন আরও একজন—ফ্রান্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি বর্তমানে খেলছেন আর্জেন্টিনার শীর্ষ লিগে ইনসিতুতো’র হয়ে। তিন ভাইয়ের শুরু হয়েছিল একসঙ্গে আর্জেন্টিনোস জুনিয়র্সে, ২০১৭ সালে একসঙ্গে মাঠেও নামেন।

তাদের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারও ছিলেন জাতীয় দলের জার্সিধারী, খেলেছেন বোকা জুনিয়র্সে এবং জিতেছেন ১৯৯২ সালের লিগ শিরোপা।

একই দিনে দুই ভাইয়ের ইউরোপ জয়? ফুটবলের রূপকথায় এমন অধ্যায় খুব কমই লেখা হয়। আর সেটা যদি হয় আর্জেন্টিনার এক পরিবারের হাত ধরে—তাহলে তো সেটা শুধু ইতিহাস নয়, গর্বের গল্পও বটে!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত