বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শুধু মাঠের লড়াইয়ের জন্য নয়, আরও একটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে—এই টেস্টে যেমন টেস্ট অভিষেক হচ্ছে দুই ক্রিকেটাররে তেমনি বিদায়ও বলতে যাচ্ছেন একজন। চট্টগ্রাম দিয়েই ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন ডেভিড বুন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি এই তারকা প্রায় ১৪ বছরের টানা পথচলার পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন আইসিসির ম্যাচ রেফারির ভূমিকা থেকে। ৬৫ বছর বয়সী বুন এর আগে ৮৬টি টেস্ট (৮৭ নম্বর টেস্ট চলমান), ১৮৩টি ওয়ানডে এবং ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। তার যাত্রার শুরু যেমন স্মরণীয়, শেষটাও তেমনি রোমাঞ্চকর—২০১১ সালে বুলাওয়েতে প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে খেলেছিল জিম্বাবুয়ে। আর বিদায়ের মঞ্চেও রয়েছে জিম্বাবুয়েই।
ডেভিড বুনের বিদায় কেবল একটি দায়িত্বের ইতি টানা নয়; এটি ক্রিকেটের এক যুগের অবসান। দীর্ঘ পথ চলার পর এবার নিজের দেশেই সময় কাটাতে চান তিনি। জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে উপদেষ্টা হিসেবে যুক্ত করতে চায়, যেখানে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন নতুন ভূমিকায়।
এমন একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের বিদায়ে বাংলাদেশের পক্ষ থেকেও থাকছে বিশেষ সম্মান। বিসিবির আম্পায়ার্স বিভাগ চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ডেভিড বুনকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেবে। পাশাপাশি তার সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।