Homeখেলাধুলাজুনেই সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

জুনেই সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি


বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। রিয়াল মাদ্রিদের চিরচেনা ডাগআউট ছেড়ে ব্রাজিল জাতীয় দলের হটসিটে বসতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ জুনেই দায়িত্ব নেবেন সেলেসাওদের, যার আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র এমনটাই দাবি ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের।

বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন—ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফের) সঙ্গে ‘চুক্তির মৌখিক সম্মতি’ দিয়ে রেখেছেন আনচেলত্তি। জুনের আন্তর্জাতিক বিরতির আগে ব্রাজিল দলের কোচ হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করতে চায় সিবিএফ, যেখানে ইকুয়েডর (৬ জুন) এবং প্যারাগুয়ের (১০ জুন) বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে।

এই ঘোষণার অর্থ, আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হতে চলেছে চলতি মৌসুমের শেষে। তিনি থাকছেন না ক্লাবের সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রথম বড় আকারের ফিফা ক্লাব বিশ্বকাপে। সিবিএফ শুরু থেকেই জানিয়ে এসেছে, জুনের আগেই নতুন কোচকে দায়িত্বে আনতে চায় তারা। আর সেই আসনে বসছেন ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ ও সফল কোচদের একজন।

২০২৩ সাল থেকেই ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির নাম জড়িয়ে থাকলেও এতদিন তা ছিল গুঞ্জনেই সীমাবদ্ধ। এবার তা পরিণত হয়েছে বাস্তবে। দরিভাল জুনিয়রের বিদায়ের পর থেকেই আনচেলত্তিই ছিলেন পছন্দের তালিকায় এক নম্বরে।

ইতালিয়ান এই কোচের সামনে বড় চ্যালেঞ্জ—ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০২ সালের পর থেকে যা অধরাই রয়ে গেছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিল নতুন করে ভাবতে শুরু করে ভবিষ্যৎ নিয়ে। এবার তারা দায়িত্ব তুলে দিচ্ছে এমন এক কোচের হাতে, যিনি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন, এবং রিয়াল—সব জায়গায়ই সাফল্য এনেছেন।

এদিকে রিয়াল মাদ্রিদের সামনে এখনো লা লিগা রেস বাকি। পাঁচটি ম্যাচে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। শেষ পাঁচ প্রতিপক্ষ: সেল্টা ভিগো, বার্সেলোনা, মায়োর্কা, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। আনচেলত্তির বিদায়ের আগে রিয়াল মরসুমটা কিভাবে শেষ করে, সেটাও দেখার বিষয়।

একদিকে ক্লাব ফুটবলের কিংবদন্তি, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের ঐতিহ্যবাহী জায়ান্ট। আনচেলত্তি আর ব্রাজিল—এই জুটি একসঙ্গে কতটা দূর যেতে পারে, সেটাই এখন ফুটবলবিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্ন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত