একটা সময় বলা হতো বাংলাদেশের পছন্দের সংস্করণ ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটেই বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে দেখা যেত টাইগারদের। তবে গেল এক বছর সেই তকমাটা আর ঠিকঠাক ধরে রাখতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। তার প্রভাব পড়েছে আইসিসির বাৎসরিক র্যাঙ্কিং হালনাগাদেও। একধাপ পিছিয়ে এখন দশমস্থানে তারা।
সোমবার (০৫ মে) আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় বাকি দুই সংস্করণ টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নমব স্থানে আছে বাংলাদেশ।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই হালনাগাদের ক্ষেত্রে ২০২৪ সালের মে থেকে পরের পারফরম্যান্সগুলোকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগের দুই বছরের পারফরম্যান্স থেকে নেওয়া হয়েছে ৫০ শতাংশ। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে গত বছরটা ভালো কাটেনি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়েছিল নাজমুলদের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেন তারা। ফলে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে জায়গা করে নেয় উইন্ডিজ। গত বছর ৯টি ওয়ানডে খেলে তাদের জয় ৬টি।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা ভারত ধরে রেখেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ২ পয়েন্ট বেড়ে রোহিত শার্মার দলের রেটিং পয়েন্ট এখন ১২৪। ওই টুর্নামেন্টের রানার্সআপ নিউজিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।