Homeখেলাধুলাবগুড়ায় শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট

বগুড়ায় শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট


বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৪ মে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ।

বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন, সরকার অনুমোদিত নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা চারটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। তবে, উপজেলা প্রতিনিধিরা এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

জুলাই আন্দোলনে বগুড়ার ৪ জন শহীদের নামে দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হলো—শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ এবং শহীদ কমর উদ্দিন একাদশ। ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

খেলায় অংশগ্রহণের জন্য আগামী ১৫ মের মধ্যে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের ০১৭১৬-৯৪৮৮১৪ হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ও মিডিয়ার নাম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত