Homeখেলাধুলাভারতের পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি

ভারতের পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি


ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির ইমেইলে এসেছে প্রাণনাশের হুমকি। হুমকিদাতার দাবি, তাকে দিতে হবে এক কোটি টাকা! বিষয়টি সামনে আসতেই শামির বড় ভাই হাসিব আহমেদ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলীনগরে, যেখানে শামির পরিবার বসবাস করে। শামি বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় গত ৪ মে তার ইমেইল অ্যাকাউন্ট খুলে জরুরি বার্তা খুঁজছিলেন হাসিব। তখনই হুমকির ইমেইলটি চোখে পড়ে।

ইমেইল পাঠানো হয়েছিল ‘রাজপুত সিন্ধার’ নামের একটি আইডি থেকে। সেখানে শুধু প্রাণনাশের হুমকিই নয়, দাবি করা হয় ১ কোটি রুপি মুক্তিপণও! উল্লেখ ছিল বেঙ্গালুরুর এক ব্যক্তির নাম—প্রভাকর, যাকে শামি বা তার পরিবার চিনেন না বলে জানিয়েছেন হাসিব।

পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসিব দ্রুত আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ইমেইলের প্রিন্ট কপিও জমা দেওয়া হয়েছে।

এসপি আনন্দ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চকে। অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দায়ীদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা ঘিরে যেখানে আগেই নানা শঙ্কা ছিল, সেখানে শামির এই ঘটনার পর নতুন করে আলোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য এর আগে ভারতের কোচ গৌতম গম্ভীরও ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং কী ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত