Homeখেলাধুলালিটনদের আমিরাত সফরে বাধা নেই

লিটনদের আমিরাত সফরে বাধা নেই


পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির আগে সংযুক্ত আরব আমিরাতের খেলবেন লিটন দাসরা। সূচিটি আগেই চূড়ান্ত ছিল। কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ উত্তেজনায় শঙ্কায় পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এখনো সফরটি ঠিক সময় হবে কী না তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে আমিরাত সফর ঠিকই হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সফর হচ্ছে কী না—সে বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনা চলছে। বিসিবি আবারও জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।’

ভারতের সঙ্গে বৈরীতা যখন যুদ্ধের রূপ নেয়। তখনই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। একই পরিস্থিতি দাঁড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও (আইপিএল)। তবে যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুইদেশ। ক্রিকেটের ভবিষ্যতও হয়তো খুব শিগগির জানা যাবে। আপাতত বিসিবির চোখ আমিরাত সফরেই, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’

১৪ মে লিটন দাসের নেতৃত্বে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ইতিমধ্যে মিরপুরে গেল কয়েকদিন ধরেই অনুশীলন করে যাচ্ছেন তারা। সেখানে দুই ম্যাচ খেলে যাওয়ার কথা ছিল পাকিস্তানে। পাকিস্তান সফর বাতিল হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত