Homeখেলাধুলাশিরোপার আরও কাছে মোহামেডান | কালবেলা

শিরোপার আরও কাছে মোহামেডান | কালবেলা


চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল মোহামেডান। শুক্রবার (১৬ মে) ঐতিহ্যবাহী ক্লাবটি জিতেছে ৪-১ গোলে। মোহামেডানের জয়ের দিনে বাংলাদেশ পুলিশের কাছে ১-০ গোলে হারের তেতো স্বাদ পেয়েছে বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে ১০ জনের ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে হারিয়েছে।

মোহামেডানের ৪ গোলই করলেন বিদেশিরা। জোড়া গোল করেছেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। স্কোরশিটে নাম লেখান মালির সুলেমান দিয়াবাতে ও উজবেকিস্তানের মুজাফফর মুজাফফরভ। এ ম্যাচ এমানুয়েল সানডে ও সুলেমান দিয়াবাতেকে সহাবস্থানে বসিয়েছে। দুজনের গোলসংখ্যা ১০। ১৩ গোল নিয়ে তাদের ওপরে আছেন কেবল রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং।

এ জয়ে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। আগামীকাল শনিবার (১৭ মে) আকাশি-হলুদরা হেরে গেলে মোহামেডানের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। আবাহনী জিতলে সেটা বিলম্বিত হবে। অবশ্য আজ হারের পর রানার্সআপ হওয়ার কাজটাও কঠিন করে তুলল বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫০ মিনিটে একমাত্র গোলটি করেন দীপক রায়।

ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেছেন আকোবির তুরায়েভ। একটি করে গোল করেছেন এমফন উদোহ ও কৌশিক বড়ুয়া। ব্রাদার্স এবং পুলিশের সংগ্রহ সমান ২৩ পয়েন্ট করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত