Homeখেলাধুলাসাদমানের শতকের ঝলকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

সাদমানের শতকের ঝলকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ


চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের জবাব যেন ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকেই উঠে আসছে! দিনের ৪২তম ওভারের শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫০/১, আর এই মঞ্চের মূল নায়ক – ওপেনার সাদমান ইসলাম।

বাঁহাতি এই ওপেনার টেস্ট ম্যাচের আদর্শ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন তার শতরান—১৪৫ বলে ১৬টি চারের মিশেলে ১০১ রান। তার শতক এসেছে অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থ বলটা চোখের ঠিক সামনে পেয়েই ড্রাইভ করলেন দুর্দান্তভাবে। এক্সট্রা কভার আর মিড অফের মাঝখান দিয়ে বলটা গড়িয়ে গেল বাউন্ডারির বাইরে—সেই সঙ্গে এল কাঙ্ক্ষিত শতক।

সাদমানের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। এরপর তিনবার ফিফটি করলেও সেঞ্চুরির অপেক্ষাটা আর ঘোচেনি। বিশেষ করে গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হয়েছিল দ্বিতীয় সেঞ্চুরি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি—এই ইনিংসেই আবার ছুঁয়ে ফেলেছেন টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক।

শুরু থেকেই ধৈর্য, নিয়ন্ত্রণ আর শৃঙ্খলায় বাঁধা সাদমানের ইনিংসটি কেবল রান সংগ্রহ নয়, পুরো ব্যাটিং ইউনিটকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ওয়েলিংটন মাসাকাদজা, মুজারাবানি কিংবা নগারাভা – কাউকেই আজ খুব একটা খুঁজে পেতে দেননি তিনি।

সাদমানের সঙ্গে দ্বিতীয় উইকেটে সঙ্গ দিচ্ছেন মমিনুল হক, যিনি এখনো ধৈর্য ধরে ৯ রানে অপরাজিত। দুজনের জুটি এখন পর্যন্ত ৩২ রানের, তবে সবচেয়ে বড়ো কথা—উইকেট নেই বলেই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাড়ছে।

এর আগে একমাত্র উইকেটটি এসেছিল ব্লেসিং মুজারাবানির হাত ধরে। ৩১তম ওভারে এলবিডব্লিউ ফাঁদে ফেলে ফেরান এনামুল হককে, যিনি ৩৯ রানে থেমে যান রিভিউ নিয়েও ব্যর্থ হয়ে।

অন্যদিকে, জিম্বাবুয়ের বোলারদের কৌশলে নেই খুব একটা বৈচিত্র্য। ফিল্ডাররা অনেকটাই ছড়িয়ে পড়ে আক্রমণকে রক্ষা করার চেষ্টা করছেন, যেন তাঁরা ভেতরে ভেতরে বুঝে গেছেন – এই ম্যাচে এখন গতি বদলাতে হলে চাই দ্রুত উইকেট।

এখন প্রশ্ন একটাই—কোথা থেকে জিম্বাবুয়ে ফেরার পথ খুঁজবে? নাকি সাদমান-মোমিনুল জুটি দিনটাকে পুরোপুরি বাংলাদেশের দিকে ঠেলে দেবে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত