সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফের একবার মানবিকতার পরিচয় দিয়েছেন, যাত্রীদের ভোগান্তির কথা ভেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তাবিত ফ্লাইট রুট পরিবর্তন তিনি নাকচ করে দিয়েছেন।
লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকাগামী একটি ফ্লাইটে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ চাইছিলেন, বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণ করুক, এরপর সিলেটে যাক। তবে যাত্রীদের বাড়তি সময় ও ঝক্কির কথা বিবেচনা করে তিনি সেই পরিবর্তনে সম্মত হননি।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, ওই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে ফ্লাইট শিডিউল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তাজনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান কর্মকর্তাদের মতে, সরিয়ে দেওয়া দুই কেবিন ক্রুর একজন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন এবং একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিজীবনে শাস্তি পেয়েছেন। অন্যজনের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকারপন্থী নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
এই সফরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন ও প্রশাসন উভয়েই সচেতন রয়েছে। ফ্লাইটে যুক্ত কর্মকর্তাদের রাজনৈতিক সংযোগ নিয়ে প্রশ্ন তোলা ও তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিমান নিরাপত্তা এবং নিরপেক্ষতা রক্ষার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=GkEX8U86J7o