Homeজাতীয়টরকী বন্দর কমিটির নির্বাচনের দাবিতে লিখিত আবেদন

টরকী বন্দর কমিটির নির্বাচনের দাবিতে লিখিত আবেদন


দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর পরিচালনার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচনের দাবিতে লিখিত আবেদন করা হয়েছে। 

টরকী বন্দরের ব্যবসায়ী সর্দার আবুল ফয়েজ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির কাছে লিখিত আবেদন করেছেন। 

সোমবার (১৯ মে) দুপুরে ব্যবসায়ী আবুল ফয়েজ জানান, ‍“টরকী বন্দর পরিচালনার জন্য বিগত ২৪ সালের ২১ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে ছয়মাসের জন্য অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। চলতি বছরের ২১ মার্চ ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এবং অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দরা বন্দরের কাঙ্ক্ষিত কোন উন্নয়ন করতে পারেননি। 

বন্দরের ব্যবসায়ী এমএ গফুর বলেন, “কমিটির মেয়াদ শেষের পরেও এখনো নির্বাচনের কোন আলামত দেখতে পাচ্ছি না। আমরা অতিদ্রুত বন্দরের নির্বাচন দাবি করছি।

এ বিষয়ে জানতে টরকী বন্দর পরিচালনা কমিটির সভাপতি শরীফ সাহাবুব হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া যায়নি। 

তবে ব্যবসায়ীদের পক্ষে নির্বাচনের দাবিতে লিখিত আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “খুব শীঘ্রই ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সময় সুযোগ করে আমরা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবো।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত