Homeজাতীয়প্রেসিডেন্ট ট্রাম্পই সঠিক, হুতিদের হামলা মানেই ইরানের হামলা : নেতানিয়াহু

প্রেসিডেন্ট ট্রাম্পই সঠিক, হুতিদের হামলা মানেই ইরানের হামলা : নেতানিয়াহু


ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার পর ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানিয়ে হুতিদের পাশাপাশি তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েল অতীতেও ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ভবিষ্যতেও উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে।” তিনি জানান, এই প্রতিক্রিয়া একবারে নয়, বরং পর্যায়ক্রমে নেওয়া হবে।

পরবর্তীতে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের নির্ধারিত সময় ও স্থান অনুযায়ী ইরানকে জবাব দেব।”

টাইমস অব ইসরায়েল জানায়, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, “আমরা এবং আমাদের সঙ্গে গোটা বিশ্ব এখন হুতিদের হুমকির মুখে। আমরা এটি সহ্য করব না এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “হুতিরা ইরানের নির্দেশে এবং সহায়তায় এসব কার্যক্রম চালায়। ইরানকে উপযুক্ত বার্তা দেওয়া হবে— আমরা এ ধরনের কর্মকাণ্ড মেনে নেব না।”

রোববার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি হামলার নিন্দা জানিয়ে ট্রুথ সোশালে বলেন, “এখন থেকে হুতিদের ছোড়া প্রতিটি গুলিকে ইরানের অস্ত্র ও নেতৃত্বাধীন হামলা হিসেবে বিবেচনা করা হবে। ইরানকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”

ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সঠিক বলেছেন। হুতিদের হামলা মানেই ইরানের হামলা। আমাদের বিমানবন্দরে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত